সিরিজ বাঁচানোর লড়াইয়ে বোলিংয়ে বাংলাদেশ
Share on:
সিরিজ হার এড়িয়ে সমতায় ফেরাই শান্তদের মূল লক্ষ্য। যে লক্ষ্যে টস হেরে আগে বোলিং করবে বাংলাদেশ।
বড় হারকে সঙ্গী করে সিলেট থেকে চট্টগ্রামে এসেছে বাংলাদেশ। তবে সাগরিকায় দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে চনমনে দেখা গেছে পুরো দলকে। ড্রেসিংরুমে নেই পুরোনো ব্যর্থতার ছাপ। সামনে এগিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে।
শনিবার (৩০ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। বাংলাদেশের জন্য স্বস্তির খবর, এই ম্যাচ দিয়ে লম্বা সময় পর টেস্টে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। যা দলের ভারসাম্য বাড়িয়েছে। সিলেট টেস্টের একাদশে থাকা পেসার শরিফুল ইসলামের পরিবর্তে হাসান মাহমুদকে অভিষেক করানো হয়েছে।
বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে চট্টগ্রামের শেষ পাঁচ টেস্টের পারফরম্যান্স। যেখানে বাংলাদেশ চারটিতেই হেরেছে, ড্র করেছে একটি। একমাত্র ড্রটি এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে। এছাড়া ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে হেরেছে। প্রথম টেস্ট হারের পর দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। সিরিজ বাঁচাতে হলে এই টেস্ট জিততেই হবে। নাজমুল হোসেন শান্তর দল কি পারবে এত বড় হারের ধকল সামলে ঘুরে দাঁড়াতে? তা তো সময়ই বলে দেবে।
এসএম