উড়ন্ত কুমিল্লাকে হারিয়েছে ঢাকা
Share on:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স চলতি বিপিএলে নিজেদের প্রথম তিন ম্যাচে টানা জিতে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল। ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলের জয়ের রথ থামাতে পারেনি সিলেট, বরিশাল ও চট্টগ্রাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স চলতি বিপিএলে নিজেদের প্রথম তিন ম্যাচে টানা জিতে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল। ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলের জয়ের রথ থামাতে পারেনি সিলেট, বরিশাল ও চট্টগ্রাম।
আজ মঙ্গলবার ( ১ ফেব্রুয়ারি) বিপিএলের ১১তম ম্যাচে নিজেদের চতুর্থ ম্যাচ খেলে কুমিল্লা। এদিন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের ব্যাটিং ঝড়ে ৬ উইকেটে ১৮১ রান করে ঢাকা।
দলের হয়ে ৪১ বলে তিন চার ও ৪টি ছক্কায় সর্বোচ্চ ৭০ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক রিয়াদ। ৩৫ বলে দুই চার ও তিন ছক্কায় ৪৬ রান করেন তামিম।
টার্গেট তাড়া করতে নেমে ১২ রানে লিটন দাস ও ফাফ ডু প্লেসির উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে কুমিল্লা। তৃতীয় উইকেটে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ৭০ রানের জুটি গড়েন অধিনায়ক ইমরুল কায়েস।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ১৭.৩ ওভারে ১৩১ রানেই অলআউট হয় কুমিল্লা। ফলে, ৫০ রানে হারতে হয় কুমিল্লাকে ।দলের হয়ে ৩০ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান। ২৩ বলে ২৮ রান করেন ইমরুল।
ঢাকার জয়ে ২.৩ ওভারে ১৭ রানে ৩ উইকেট নেন আন্দ্রে রাসেল। দুটি করে উইকেট নেন কায়েস আহমেদ ও এবাদত হোসেন।
এইচএন