tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
ধর্ম প্রকাশনার সময়: ৩০ অক্টোবর ২০২৪, ১১:০১ এএম

হজ প্যাকেজ ঘোষণা আজ


hajj-20240708093953

২০২৫ সালের হজের প্যাকেজ ঘোষণা করা হবে আজ বুধবার। ‌হজে যেতে ইচ্ছুকদের জন্য দুই ধরনের প্যাকেজ ঘোষণা করা হবে। যেখানে একটি প্যাকেজের খরচ গত বছরের চেয়ে লাখ টাকা কমতে পারে। অন্যটিতে ৩৫-৪০ হাজার টাকা কমতে পারে।


ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে সচিবালয়ে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। সভা থেকেই আগামী বছরের হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে হজ প্যাকেজ ঘোষণা করা হবে। বিমান ভাড়া কমিয়ে এবং হজযাত্রীদের সব ধরনের ভ্যাট-ট্যাক্স মওকুফ করে এবার হজের খরচ কমানোর পরিকল্পনা করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুটি প্যাকেজের মধ্যে একটি মসজিদুল হারামের আশপাশের দেড় কিলোমিটারের মধ্যে বাড়িসহ। এতে গত বছরের তুলনায় ৩৫-৪০ হাজার টাকা কমতে পারে। অন্যটি হবে আজিজিয়া প্যাকেজ বা হেরেম শরিফ থেকে চার-পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে। এক্ষেত্রে খরচ প্রায় লাখ টাকা কমতে পারে। তবে এবার সমুদ্রপথের বা বিশেষ কোনো প্যাকেজ থাকছে না বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ধর্মসচিব মু. আবদুল হামিদ জমাদ্দার বলেন, ‘প্লেন ভাড়া ছাড়া হজের খরচ কমানোর তেমন কোনো সুযোগ নেই। তারপরও যেটুকু কমানোর সুযোগ ছিল, তা ডলারের দাম বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিতভাবে কমছে না। গত বছর রিয়ালের দর ছিল ২৯ টাকা। এবার তা বেড়ে ৩২ টাকায় দাঁড়িয়েছে।’

এফএইচ