tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১৭ অক্টোবর ২০২২, ১৩:১৯ পিএম

বিশ্বকাপে অস্ট্রেলিয়া ফেভারিট : জস বাটলার


2

চলতি মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ২-০ তে হারিয়েছিল ইংল্যান্ড। ক্যানবেরায় বৃষ্টির কারণে শেষ ম্যাচ ভেস্তে যাওয়ায় অজিদের হোয়াইটওয়াশ করার সুযোগ হারায় সফরকারীরা।


সোমবার (১৭ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে তারা খেলবে প্রস্তুতি ম্যাচ। অস্ট্রেলিয়ার কন্ডিশনে দাপট দেখিয়ে সিরিজ জিতলেও স্বাগতিকদের চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেভারিট মানছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। এই ম্যাচে ফিরতে পারেন গোড়ালির চোট থেকে সেরে ওঠা লিয়াম লিভিংস্টোন। আগামী শনিবার আফগানিস্তানের বিপক্ষে শুরু হবে ইংল্যান্ডের বিশ্বকাপ।

ইংল্যান্ড বিশ্বকাপের আগে দারুণ ফর্মে থাকলেও বাটলারের মতে অস্ট্রেলিয়া এগিয়ে, ‘ইতিহাস বলে স্বাভাবিকভাবে স্বাগতিক দেশই বড় টুর্নামেন্টগুলোতে ফেভারিট। তাই অস্ট্রেলিয়াকেই ফেভারিট ধরতে হবে।’

কন্ডিশন নখদর্পণে থাকায় অস্ট্রেলিয়াকে ফেভারিট মানছেন তিনি, ‘অনেকে অস্ট্রেলিয়ায় খেলেছে, কিন্তু নিশ্চয় অস্ট্রেলিয়ান দলের মতো কেউ এই কন্ডিশন ভালোভাবে চেনে না বা মানাতে পারেনি। আর তারা বর্তমান চ্যাম্পিয়নও।’

২০ ওভারের ক্রিকেটে যে কোনও একজন ক্রিকেটার ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন বিশ্বাস তার, ‘এটা প্রতিদ্বন্দ্বিতায় ভরা প্রতিযোগিতা। কিছু সেরা খেলোয়াড়রা এখানে আছে, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে একজন খেলোয়াড় আপনার কাছ থেকে ম্যাচ কেড়ে নিতে পারে।’

এন