tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৬ জানুয়ারী ২০২২, ১৭:০৭ পিএম

জাতীয় সংসদ অধিবেশন শুরু


সংসদ.jpg

করোনা ভাইরাসের যুগেও সকল স্বাস্থ্যবিধি মেনে একাদশ জাতীয় সংসদের চলতি বছরের প্রথম অধিবেশন শুরু হয়েছে।


করোনা ভাইরাসের যুগেও সকল স্বাস্থ্যবিধি মেনে একাদশ জাতীয় সংসদের চলতি বছরের প্রথম অধিবেশন শুরু হয়েছে।

আজ রোববার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

অধিবেশনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভাষণ দিচ্ছেন।

অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়। তারা স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন।

এরপর শোকপ্রস্তাব আনা হয়। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদের অধিবেশন মুলতবি করা হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৮ নভেম্বর শেষ হয় জাতীয় সংসদের ১৫তম অধিবেশন। ওই অধিবেশনে কার্যদিবস ছিল ৯টি।

এইচএন