tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অর্থনীতি প্রকাশনার সময়: ১১ নভেম্বর ২০২২, ১৩:১২ পিএম

চট্টগ্রামে জাহাজে পণ্য পরিবহন বন্ধ


30

ইজারাদারের লোকজন কর্তৃক মারধরের প্রতিবাদে শ্রমিকরা শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রাম থেকে লাইটার জাহাজে পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে । এর ফলে সারাদেশে নৌ পথে লাইটার জাহাজে পণ্য পরিবহন বন্ধ রয়েছে।


লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন জানান, ‘চরপাড়া ঘাট ইজারা দেওয়ার পর থেকে ইজারাদারের লোকজন শ্রমিকদের বিভিন্নভাবে হেনস্থা করে আসছে।

গত ৩ নভেম্বর ইজারাদারের লোকজন ৮/৯ জন শ্রমিককে মারধর করে। কিন্তু ওই ঘটনায় পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।’ 

তিনি আরও বলেন, ‘বন্দরের কাছে এই ঘাটের ইজারা বাতিলের দাবি জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। আর এরই প্রতিবাদে চরপাড়া ঘাটের সামনে থেকে সব লাইটার জাহাজ পারকির চর এলাকায় নিয়ে যায় নৌযান শ্রমিকরা।

পারকির চর এলাকায় অবস্থানরত নৌযান থেকে শ্রমিকরা বিমানবন্দর সড়কের শেষ মাথায় চাইনিজ ঘাট ব্যবহার করে ওঠানামা করতে শুরু করেন। কিন্তু এ ঘাটটিও বৃহস্পতিবার উচ্ছেদ করে বন্দর কর্তৃপক্ষ।

পরে বিক্ষুব্ধ শ্রমিকরা বৃহস্পতিবার বিকেলে বাংলাবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করে লাইটার জাহাজে পণ্য ওঠানো-নামানো ও পরিবহন বন্ধের ডাক দেয়। ফলে শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম থেকে সারাদেশে নৌ পথে লাইটার জাহাজে পণ্য পরিবহন বন্ধ রয়েছে।’

এন