টস নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান
Share on:
পাকিস্তানের জন্য বাঁচা-মরার লড়াই। নিউজিল্যান্ডের জন্যও। টানা তিন ম্যাচ হারের কারণে একদম খাদের কিনারায় পৌঁছে গেছে কেন উইলিয়ামসনের দল। যদিও ওই তিন ম্যাচ তিনি দলের সঙ্গে থাকতে পারেননি ইনজুরির কারণে। আজ আবার ফিরে এসেছে পাকিস্তানের বিপক্ষে।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সেমিতে ওঠার জন্য বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান অধিনাযক বাবর আজমের সঙ্গে টস করতে নামলেন কেন উইলিয়ামসন। তবে টস জিতলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টস জিতেই তিনি নিলেন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানালেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসনকে।
নিউজিল্যান্ড
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।
পাকিস্তান
আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, হাসান আলী, শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।
এনএইচ