tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৬ অগাস্ট ২০২৩, ০৯:৩৮ এএম

আ. লীগের বিশেষ বর্ধিত সভা আজ


আওয়ামীলীগ১১ - Copy

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।


রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণমাধ্যমে পাঠানো আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বিশেষ বর্ধিত সভায় উপস্থিত থাকবেন- আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

এ বিজ্ঞপ্তিতে সভায় সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিশেষ বর্ধিত সভা উপলক্ষ্যে রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, অনুষ্ঠিত এ বিশেষ বর্ধিত সভায় বিজয় সরণি দিয়ে জাতীয় সংসদের লেক রোড হয়ে ১ নম্বর গেট দিয়ে গণভবনে প্রবেশ করবেন আমন্ত্রিত নেতারা।

সভায় অংশগ্রহণকারীদের ব্যক্তিগত গাড়ি নির্ধারিত স্থানে (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠ) পার্কিং করতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ নির্দেশনা মেনে চলতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছেন।

এন