মিয়ানমার থেকে ৮৫ বাংলাদেশি দেশে ফিরছেন আজ
Share on:
মিয়ানমার থেকে ৮৫ জন বাংলাদেশি দেশে ফিরছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে তারা মিয়ানমারের রাখাইনের সিতওয়ে বন্দর থেকে রওনা দিয়েছেন।
রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশে আসা মিয়ানমার প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে কক্সবাজারে মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ ‘ইউএমএস চিন ডুইন’ কাজ করছে। এই জাহাজটি আজ (২৯ সেপ্টেম্বর) সকালেই কক্সবাজারে পৌঁছাবে।
প্রত্যাগত ৮৫ জনের মধ্যে ২৬ জন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, ৩ জন চকমারউ কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন। তাদের বেশিরভাগ (৫৬ জন) কক্সবাজার, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার, এবং বাকি জনরা বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলার।
ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস ও সিতওয়ে কনস্যুলেটের প্রচেষ্টায় এই বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানো সম্ভব হয়েছে। গত ১৫ মাসে মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস ৩৩২ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করেছে।
সর্বশেষ চলতি বছরের ৮ জুন ৪৫ জন বাংলাদেশি দেশে ফিরেছিলেন। বাংলাদেশ দূতাবাস এবং সিতওয়ে কনস্যুলেট প্রত্যাগতদের পরিচয় যাচাইকরণ, ভ্রমণের অনুমতি প্রদান এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেন।
এনএইচ