আন্তর্জাতিক
প্রকাশনার সময়: ২৭ এপ্রিল ২০২৪, ১৭:১০ পিএম
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
Share on:
জাপানের বনিন দ্বীপপুঞ্জে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) এটি অনুভূত হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি উৎপত্তি ৫০৩.২ কিলোমিটার (৩১২.৭ মাইল) গভীরতায় ছিল। তবে রয়টার্সের প্রতিবেদনে ভূমিকম্পে ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
মার্কিন জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্প পর দেশটিতে কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
এনএইচ