tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৮ পিএম

মশা নিধনে বিশেষ কার্যক্রম শুরু করছে ডিএনসিসি


FF_20240918_174610636

ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়তে থাকায় মশা নিধনে সপ্তাহব্যাপী বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই কার্যক্রম শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)।


বুধবার (১৮ সেপ্টেম্বর) উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সপ্তাহব্যাপী কার্যক্রমের উদ্বোধন করা হবে নগরীর মেরুল বাড্ডার ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। কার্যক্রম উদ্বোধন করবেন ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান।

ডিএনসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলমও এ উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত থাকার কথা রয়েছে।

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, ডিএনসিসির প্রতিটি অঞ্চলে আগামীকাল ১৯ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বিশেষ মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।

এনএইচ