tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ০২ অক্টোবর ২০২৪, ১২:১০ পিএম

সাড়ে ৮ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক


train-zh-20241002113036

ময়মনসিংহের ত্রিশালে লাইনচ্যুত হওয়া আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন উদ্ধার করা হয়েছে।


এতে করে প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর বুধবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ঢাকা-ময়মনসিংহ লাইনের ত্রিশালের ধলা রেলস্টেশনে লাইনচ্যুত হয়।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। পরে রিলিফ ট্রেনে বগি উদ্ধার করার পর রাত সোয়া ২টার দিকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্য ছেড়ে যায় ট্রেনটি। পরে ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কারের পর সকাল ৬টায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এনএইচ