tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১১ ডিসেম্বর ২০২৪, ২০:৩১ পিএম

খালেদা জিয়ার সাথে বৈঠকে রাষ্ট্রপতির সামরিক সচিব


19674541_131

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করছেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো: আদিল চৌধুরী।


বুধবার বিএনপির মিডিয়া সেলের সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তারের বরাত দিয়ে মিডিয়া সেলের একজন সদস্য জানান, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী রাত পৌনে ৮টায় বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে প্রবেশ করেন।

তিনি আরো জানান, এর আগে সন্ধ্যা পৌনে ৭টায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু বেগম খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেন।

এনএইচ