রেলে কালো বিড়াল আছে কি না জানি না, তবে দুর্নীতি আছে: রেলমন্ত্রী
Share on:
রেলে দুর্নীতি আছে বলে স্বীকার করেছেন নতুন সরকারের রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। তিনি বলেন, রেলে কালো বিড়াল আছে কি না সেটা বলতে পারব না, তবে দুর্নীতি আছে।
বুধবার ( ১৭ জানুয়ারি ) রাজধানীর রেলভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেলমন্ত্রী এসব মন্তব্য করেন।
এ ছাড়া তিনি রেলের জমি বেহাত হওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। রেলমন্ত্রী বলেন, রেলের জমি বেহাত হচ্ছে। এই জমি উদ্ধার করা চ্যালেঞ্জ। সব জায়গায় এত সিন্ডিকেট যে এগুলো ওভারকাম করতে হবে।
জিল্লুল হাকিম বলেন, এটা (রেল) লুজিং কনসার্ন। সবাই চেষ্টা করে লস না দেওয়ার জন্য। আমরাও চেষ্টা করব এটাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে। আমি দুই দিন হলো বসেছি, অনেক কিছু জানতে হবে তারপর বিস্তারিত বলতে পারব। রেলের প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারী যদি চায় তাহলে রেলকে লাভজনক করা কোনো বিষয় না।
প্রথম মন্ত্রিত্ব পাওয়া নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে রেলমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের উন্নতি একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছি।
রেলের নিরাপত্তা নিয়ে পরিকল্পনা জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, আগামী সপ্তাহে সরকারি সব সংস্থার সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া টিকিট নিয়ে উন্নত কিছু করার থাকলে তাও করা হবে। যেখানে প্রয়োজন সেখানে ট্রেন দেওয়া হবে।
এমএইচ