tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ১৮ জানুয়ারী ২০২২, ১১:০৭ এএম

বিচারকাজ ভার্চুয়ালি করতে হবে: প্রধান বিচারপতি


প্রধান বিচারপতি.jpg

করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে বিচারকাজ আবারও ভার্চুয়ালি করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।


করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে বিচারকাজ আবারও ভার্চুয়ালি করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে বিচারকাজ শুরু করে এ কথা বলেন তিনি।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে তাতে ভার্চুয়ালি যেতে হবে। হাইকোর্টের ১৩ বিচারপতি করোনা আক্রান্ত।

এদিকে সুপ্রিম কোর্টের অনেক স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় সশরীরে কোর্টের কার্যক্রম চালানো কঠিন হবে।

উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেলসহ বেশ কয়েকজন আইন কর্মকর্তা করোনা আক্রান্ত বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

এইচএন