tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১১ নভেম্বর ২০২৩, ১১:৫৬ এএম

বাংলাদেশ দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী


image-247420-1699681051

ঘরের মাঠে সফরকারী পাকিস্তান নারী ক্রিকেট দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের নারীরা। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিয়েছে টাইগ্রেসরা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জেতায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


শনিবার (১১ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক অভিনন্দন বার্তায় ক্রিকেট প্রেমী প্রধানমন্ত্রী পাকিস্তান দলকে পরাজিত করায় বাংলাদেশ দলের সব খেলোয়াড়, কোচ ও নারী ক্রিকেট দলের কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সব কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

এর আগে গতকাল (১০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে পাকিস্তান।

টার্গেট তাড়ায় বাংলাদেশের রেকর্ড ১২৫ রানের উদ্বোধনী জুটিতে ভর করে ২৬ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় পায় বাংলার বাঘিনীরা। এর আগে টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিয়েছিল নাহিদা আক্তার-ফাহিমা খাতুনরা।

এনএইচ