tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৬ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ এএম

ফিলাডেলফিয়ায় বোমা হামলার হুমকি


usa_20241106_083205739

নির্বাচনের দিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার বিভিন্ন স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল।


পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া’র ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ল্যারি ক্র্যাসনার স্থানীয় সময় মঙ্গলবার রাতে বলেন, নির্বাচনের দিন শহর শান্তিপূর্ণ থাকলেও দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে রাজ্যে।

এর একটি ছিল মিথ্যা বোমা হামলার হুমকি, ফিলাডেলফিয়ার বিভিন্ন স্থানে বোমা হামলা হতে পারে এমন হুমকি দেয়া হয়েছিল। হুমকিগুলো রুশ সূত্র থেকে এসেছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। খবর বিবিসির।

বোমা হামলার হুমকি পেয়ে ফিলাডেলফিয়ার সব স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছিল।

একটি কেন্দ্র টানা ২৩ মিনিট বন্ধ ছিল, পরে সে সময় বাড়ানো হয়। দ্বিতীয় ঘটনা ছিল, একজন ব্যক্তি ভোটকেন্দ্রে গিয়ে বোমা হামলা করার হুমকি দেওয়ার পর তাকে আটক করা হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ফুলটন কাউন্টিতে বোমাতঙ্কের গুজবে ৩০ মিনিটের জন্য অন্তত কয়েকটি ভোট কেন্দ্র খালি ছিল।

এনএইচ