tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
শিক্ষা প্রকাশনার সময়: ০৪ নভেম্বর ২০২২, ১২:৫২ পিএম

নন-ক্যাডার প্রার্থীদের অভিনব প্রতিবাদ


6

৪০তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডারের প্রার্থীরা খুব ‍শিগগির বড় ধরনের সুখবর পাবেন। তারা অহেতুক আন্দোলন করছেন। —গণমাধ্যমে এমন সাক্ষাৎকার দেওয়ায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের এমন বক্তব্যকে ‘দায় সারা’ উল্লেখ করে দড়িতে মুলা ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন নন-ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।


বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের পিএসসির সামনে এ কর্মসূচি করেন নন-ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। বিকেলে তারা একই স্থানে ‘প্রাপ্যতার মুলা’ শিরোনামে নাটক মঞ্চস্থ করবেন বলেও জানা গেছে।

তারা জানান, পিএসসি চেয়ারম্যানের কথা অসঙ্গতিপূর্ণ। আমাদের আন্দোলনকে স্থিমিত করার জন্য তিনি কূটকৌশল চালাচ্ছেন।

যৌক্তিক দাবিতে আন্দোলন করা প্রার্থীদের চাপে পড়ে তিনি এখন উল্টোপথে হাঁটছেন, সরকারের কাছে বিচার দিচ্ছেন। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে?

তারা আরও জানান, পিএসসি চেয়ারম্যান নিজের চেয়ারের অমর্যাদা ঘটিয়েছেন। আমরা কর্মসূচির অংশ হিসেবে বিকেলে ‘প্রাপ্যতার মুলা’ শিরোনামে একটি নাটক মঞ্চস্থ করবো।

ছয় দফা দাবিতে গত ৩০ অক্টোবর দুপুর ২টা থেকে অবস্থান কর্মসূচি করছেন নন-ক্যাডার তালিকার সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। বৃহস্পতিবার পঞ্চমদিনের মতো তারা অবস্থান কর্মসূচি পালন করছেন।

কর্মসূচির পঞ্চম দিনেও এখন পর্যন্ত সরকারি কর্ম কমিশনের দায়িত্বশীল কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি। দাবি আদায় না হলে তারা আমরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এন