tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৬ জুন ২০২৩, ১৪:২৩ পিএম

হাতপাখা ভোট বর্জন করলেও নির্বাচনে প্রভাব পড়বে না: ইসি রাশেদা


৬

হাতপাখার প্রার্থী ভোট বর্জন করলেও তার প্রভাব নির্বাচনের ওপর পড়বে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।


শুক্রবার (১৬ জুন) সকালে রাজশাহীর একটি রেস্তোরাঁয় প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, নির্বাচন কমিশন রাজশাহী সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর। সবাইকে ধৈর্য ধরতে হবে।

তিনি বলেন, এখন পর্যন্ত রাজশাহীতে বড় ধরনের কোনো অভিযোগ আসেনি। তবে কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কমিশন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।

এ সময় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ নির্বাচন কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআই