দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ত্বকে সুসংহত রাখতে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই : ড. মাসুদ
Share on:
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ত্বকে সুসংহত রাখতে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মতিঝিল দক্ষিণ থানার উদ্যোগে স্থানীয় এক মিলনায়তনে ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশ আজ কঠিন সময় অতিক্রম করছে। নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিসহ দেশের সামগ্রিক পরিস্থিতিতে মানুষ আজ চরম অসহায় অবস্থায় রয়েছে। বিশেষ করে রাজনৈতিক প্রতিহিংসা ও পাশবিকতা আজ গোটা সমাজ ব্যবস্থাকে বিষিয়ে তুলেছে। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম ও নৈতিকতা সংকুচিত করায় শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের মতো বর্বর ঘটনা ঘটছে। আটক স্বামীকে ছেড়ে দিতে পুলিশ স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার মতো ঘৃণ্য অপরাধে লিপ্ত হচ্ছে। সীমান্তে পাখির মতো দেশের মানুষকে হত্যা করা হচ্ছে। এই ক্রান্তিকালে দেশের নেতৃত্বে একদল যোগ্য মানুষ খুব বেশি প্রয়োজন। জাতির এই দুর্দিনে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ত্বকে সুসংহত রাখতে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই। এজন্য জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের সম্মুখে থেকে জাতিকে নেতৃত্ব দিতে হবে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি গণমুখী রাজনৈতিক দল। বাংলাদেশের সবচেয়ে সুগঠিত ও সুশৃঙ্খল শান্তিপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতোমধ্যেই সর্বমহলে প্রশংসিত। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করে কুচক্রী মহল ভেবেছিল জামায়াত শেষ হয়ে যাবে কিন্তু মহান আল্লাহর মেহেরবানীতে জামায়াত আরও শক্তি সঞ্চার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য আমাদের সকল কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছি। ফলে জামায়াতের দায়িত্বশীলদেরকে অধঃস্তন জনশক্তি ও সাধারণ জনগণের সামনে অনুকরণীয় হতে হবে। নিজেদের আমলিয়াত এবং কথা ও কাজের মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে সকলের সামনে ফুটিয়ে তুলতে হবে। সেই সাথে সৎ কাজের আদেশ ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমীর মুতাসিম বিল্লাহর সভাপতিত্বে ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ সিরাজুল হক। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য ইমাম হোসেন, এটিএম সিরাজুল হক, এ্যাডভোকেট ওয়ালি উল্লাহ, রাকিবুল হাসান, ওসমান গণি প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি