রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সাহায্য করবে ভারত: শ্রিংলা
Share on:
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, রোহিঙ্গাদের টেকসই উপায়ে ফেরত পাঠাতে বাংলাদেশকে সহায়তা করবে ভারত।
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, রোহিঙ্গাদের টেকসই উপায়ে ফেরত পাঠাতে বাংলাদেশকে সহায়তা করবে ভারত।
গতকাল বুধবার (১৫ ডিসেম্বর) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতির বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে শ্রিংলা একথা বলেন।
তিনি বলেন, ভারতের নেতারা সফরকালে বিভিন্ন দলের সঙ্গে সাধারণত বৈঠক করেন। কিন্তু এবার ভারতের রাষ্ট্রপতির সফর বিজয়ের ৫০ বছর উদযাপন উপলক্ষে।
তাই এবারের সফরের ফোকাস সেখানে রাখতে হচ্ছে। এবার বিরোধী দলের সঙ্গে বৈঠকের কোনো কর্মসূচি নেই।
শ্রিংলা বলেন, ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছে গেছে। দু’দেশের মধ্যে সম্পর্কের সোনালী অধ্যায় চলছে।
তিনি বলেন, বাংলাদেশ এবং ভারত অনেক ধরনের বন্ধনে আবদ্ধ, চীন বা অন্য কোনও দেশের সঙ্গে এই সম্পর্ক তুলনীয় নয়।
সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী উপস্থিত ছিলেন।
এইচএন