আইন আদালত
প্রকাশনার সময়: ২৫ অক্টোবর ২০২৪, ১২:৪৩ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো ৫ প্রসিকিউটর নিয়োগ
Share on:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো পাঁচজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপক্ষের দায়িত্ব পালনের জন্য তাদের নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
নিয়োগ পাওয়া পাঁচ প্রসিকিউটর হলেন সুপ্রিমকোর্টের আইনজীবী এস এম মঈনুল করিম, মো: নুরে এরশাদ সিদ্দিকী, শাইখ মাহদী, তারেক আব্দুল্লাহ, তানভীর হাসান জোহা।
প্রজ্ঞাপন বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ৭(১) অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য বর্ণিত ব্যক্তিদের পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিয়োগ প্রদান করা হলো।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলাম ও অপর চার প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়।
এফএইচ