‘চিকিৎসা সেবায় কেয়ার ডি-ল্যাব সেন্টার আস্থা ও বিশ্বাস অর্জনে অঙ্গিকারাবদ্ধ’
Share on:
দেশবরেণ্য আলেম সাবেক তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ জয়নুল আবেদীন বলেছেন, চিকিৎসা সেবায় কেয়ার ডি-ল্যাব সেন্টার আস্থা ও বিশ্বাস অর্জনে অঙ্গিকারাবদ্ধ।
রোগীদের জরুরী সেবা নিশ্চিতে এখানে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক মানে তৈরী কক্ষ রুম ও সরঞ্জাম রয়েছে এবং নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার থাকবে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর মাতুয়াইল, ঢাকা (বাড়ি নং ৭২/২, তা’মীরুল মিল্লাত মহিলা মাদরাসার সামনের রোড হয়ে মিন্টু চত্ত্বরের পশ্চিমের মুখে)। বিশ্বমানের মেশিনারিজ ও বিভাগীয় বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক পরিচালিত ‘কেয়ার ডি-লেব এন্ড কনসালটেশন সেন্টার’ এর উদ্ভোধন ঘোষণা করা হয়েছে।
অধ্যক্ষ জয়নুল আবেদীন বলেন, চিকিৎসা সেবায় কেয়ার ডি-ল্যাব সেন্টার আস্থা ও বিশ্বাস অর্জনে অঙ্গিকারাবদ্ধ। রোগীদের জরুরী সেবা নিশ্চিতে এখানে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক মানে তৈরী কক্ষ রুম ও সরঞ্জাম রয়েছে এবং নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার থাকবে। ২৪/৭দিন ৩জন অভিজ্ঞ মেডিসিন, গাইনি ও শিশু ডাক্তারের সমন্বয়ে বিশেষায়িত জরুরী বিভাগ, সেন্ট্রাল পেশেন্ট মনিটর সিস্টেম, সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা, ডাবল ডিআর ৫০০ এমএ ফ্লুরোস্কোপিক এক্স-রে, আমেরিকা থেকে আমদানিকৃত ভলুসন আল্ট্রাসাউন্ডক, ১২ ১২ চ্যানেল ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি), ৪ডি কালার ইকো কার্ডিওগ্রাফি, সর্বাধুনিক কম্পিউটারাইজ্ড ল্যাবরেটরি, অনলাইন রিপোর্টিং সিস্টেম, সার্বক্ষণিক অটো জেনারেটর সার্ভিস, উন্নত মানের ফায়ার সেফটি ব্যবস্থা, ২৪/৭ দিন ফার্মেসী সুবিধা সহ নানাবিধ সার্ভিস রয়েছে। ব্যবসা নয় সেবাকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য।
বক্তারা বলেন, রাজধানীর মাতুয়াইল এর রোগীদের যাতে চিকিৎসার জন্য দূরে যেতে না হয় সে লক্ষ্য বিবেচনায় নিয়েই এগিয়ে চলছে এই কেয়ার ডি-ল্যাব এন্ড কনসালটেশন সেন্টারের কার্যক্রম।
অনুষ্ঠানে বক্তারা অংশগ্রহণ করে তাদের মূল্যবান মতামত প্রদান করেন। বিশ্বমানের এই হাসপাতালের ম্যানেজমেন্টের জন্য যথাযথ প্রশাসনিক ব্যবস্থা, মৌলিক গবেষণার সুযোগ রাখা, গবেষণার জন্য আলাদা সেন্টার রাখা, রোগীদের সুবিধার্থে নতুন সংযোজন যেমন- জিন থেরাপি চালু, আনন্দদায়ক পরিবেশ নিশ্চিত করা, বিশ্বমানের প্রশিক্ষণ নিশ্চিত করা, নন প্র্যাকটিসিং চিকিৎসকদের নিয়োগ, রোগীদের চাপ নিয়ন্ত্রণে আগেভাগেই সঠিক পরিকল্পনা ও ব্যবস্থা গ্রহণ, সাশ্রয়ীমূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ রাখা, সর্বক্ষেত্রে গুণগতমান বজায় রাখা এবং হাসপাতালে উন্নত পরিবেশ নিশ্চিত করাসহ দেশের প্রথম অনুসরণীয় বিশ্বমানের মডেল হাসপাতাল হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রস্তাবনা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য আলেম সাবেক তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ জয়নুল আবেদীন।
বিশিষ্ট চিকিৎসক ডা.হারুনুর রশীদের সভাপতিত্বে এবং কেয়ার ডি-ল্যাব এন্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ জুনাইদের সঞ্চালনায় কেয়ার ডি-ল্যাব কনসালটেশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির যথাক্রমে আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড.হেলাল উদ্দিন, বিশিষ্ট চিকিৎসক ডা. আহমদ মুরতজা, ডা. আলী আশরাফ খান, ডা.আব্দুল্লাহ আল আমিন, ডা. আব্দুল মালেক (উপদেষ্টা) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অধ্যক্ষ মুফতী মিজানুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, ডি এম আব্দুর রহমান, প্রফেসর (কর্নেল-অব.) ডা.জেহাদ খান, প্রফেসর ডা.সালমা ইসলাম চৌধুরী, প্রফেসর ডা.আহমদ মরতুজা চৌধুরী, প্রফেসর ডা.সাইফ উদ্দৌলা, ডা.মোহাম্মদ মজিবুর রহমান, ডা.আলী আশরাফ খান, ডা.মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ দেশের বরেণ্য চিকিৎসক, বিশিষ্টজন ও মিডিয়া ব্যক্তিবর্গ প্রমুখ।
এনএইচ