tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ১৪ নভেম্বর ২০২১, ১২:৩৮ পিএম

মাদক মামলায় পরীমণির চার্জশিট গ্রহণের শুনানি আগামীকাল


পরিমণি১.jpg

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ শুনানি হবে সোমবার (১৫ নভেম্বর)।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ শুনানি হবে সোমবার (১৫ নভেম্বর)।

ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে অনুষ্ঠিত হবে চার্জশিট গ্রহণ শুনানি। এ মামলার অন্য দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

পরীমণির আইনজীবী নীলঞ্জনা রিফাত সৌরভী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম চার্জশিট গ্রহণ শুনানির দিন ধার্য করেন সোমবার (১৫ নভেম্বর)।

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমণিসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এর আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ পরীমণির জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে অভিযান চালিয়ে থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে বনানীর বাসা আটক করে র‌্যাব।

এ সময় পরীমণির বাসায় বিভিন্ন ধরনের মাদক জব্দ করে র‌্যাব। ৫ আগস্ট র‌্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়ের করে।

এরপর কয়েক দফা রিমান্ড শেষে বর্তমানে জামিনে রয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

এইচএন