বিনামূল্যে বিশুদ্ধ পানি দেবে ঢাকা ওয়াসা
Share on:
চলমান দাবদাহে রাজধানীবাসীর পানির চাহিদা পূরণ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা।
নগরীর বেশ কয়েকটি জনবহুল স্থানে বিশেষ ব্যবস্থাপনায় বিশুদ্ধ পানি সরবরাহ করবে সংস্থাটি। ঢাকাবাসী ওয়াসার এই সেবা পাবে বিনামূল্যে। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওয়াসার বিনামূল্যের এই সেবা পাবে নগরবাসী।
রোববার ঢাকা ওয়াসার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ওয়াসা'র সন্মানিত গ্রাহকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে সারা বাংলাদেশে তীব্র দাবদাহের কারণে স্বাস্থ্যঝুঁকির বা শরীরে পানি শূন্যতার আশঙ্কা দেখা দিয়েছে। সার্বিক অবস্থা বিবেচনা করে ঢাকা মহানগরীর জনবহুল পয়েন্টগুলোতে খাবার পানি সরবরাহের ব্যবস্থা নিয়েছে ঢাকা ওয়াসা। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সেবা দেওয়া হবে। আপনার প্রয়োজনে ঢাকা ওয়াসা'র পানি সেবা আপনার পাশেই থাকছে।
এনএইচ