tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৮ অক্টোবর ২০২৩, ১৩:১০ পিএম

শাপলা চত্বরে জামায়াত


396293122_1011027619958480_8756951750009583884_n

সকাল থেকে জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন আরামবাগে। সেখানে তাদের ব্যারিকেড দিয়ে আটকে রেখেছিল পুলিশ। দলটির নেতাকর্মীরা শাপলা চত্বরে যেতে চাইলেও পুলিশ তাদের অনুমতি দেয়নি। এরমধ্যেই দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে জামায়াতের ভিন্ন একদল নেতাকর্মী পুলিশ ব্যারিকেডের পেছন দিক থেকে শাপলা চত্বরে ঢুকে পড়েন।


সকালে থেকেই মতিঝিলের শাপলা চত্বর ঘিরে রেখেছিল পুলিশ। তবে দুপুর সাড়ে ১২টার পর মতিঝিল থেকে কয়েক হাজার জামায়াতের নেতাকর্মী আরামবাগে সমাবেশে যোগ দেন পুলিশের ব্যারিকেড ভেঙে।

অন্যদিকে আরামবাগ স্কুলের সামনে দিয়ে মতিঝিল শাপলা চত্বরে ঢুকে পড়েন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। দুই দিক থেকে পুরো শাপলা চত্বর দখলে নেন জামায়াতের কর্মীরা।

দুই পাশে র‍্যাব ও পুলিশের উপস্থিতি থাকলেও তারা জামায়াতের কাউকে বাধা দেয়নি। নেতাকর্মীরা এলে রাস্তা ছেড়ে দিয়েছে পুলিশ।

তবে ওই এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছে।

এনএইচ