ঘানায় শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে বসবে পররাষ্ট্রমন্ত্রী
Share on:
ঘানায় দুই দিনব্যাপী জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে গতকাল (সোমবার) ঢাকা ছেড়ে গেছেন ড. মোমেন। বর্তমানে দেশটিতে অবস্থান করছেন তিনি। মন্ত্রী একটি প্রতিনিধি দল নিয়ে বৈঠকে যোগ দেবেন।
সোমবার শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক নিয়ে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতিসংঘ। এতে বলা হয়, প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশে ৫-৬ ডিসেম্বর শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জাতিসংঘ এবং ঘানা যৌথভাবে এ বৈঠকের আয়োজন করেছে। প্রায় ৮৫টি দেশের মন্ত্রী ও প্রতিনিধিরা এবারের বৈঠকে অংশ নেবেন।
রোববার (৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিকল্প মুখপাত্র রফিকুল আলম জানান, শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধি দল শান্তিরক্ষীদের সুরক্ষা ও নিরাপত্তা,
তাদের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কৌশলগত যোগাযোগের ওপর গুরুত্বারোপ, শান্তিরক্ষীদের মানসিক সুস্বাস্থ্য, শান্তিরক্ষা কার্যক্রমে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবে।
ঘানা সফরে পররাষ্ট্রমন্ত্রী কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক ও বিভিন্ন সাইড-ইভেন্টে অংশগ্রহণ করবেন বলেও জানান বিকল্প মুখপাত্র।
এসএম