tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অর্থনীতি প্রকাশনার সময়: ২৪ অক্টোবর ২০২২, ১৩:১৩ পিএম

সফটওয়্যারের সমস্যা, ডিএসইতে লেনদেন বন্ধ


DSE22

ট্রেডিং সফটওয়্যারে কারিগরি সমস্যার কারণে বাংলাদেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সাময়িক বন্ধ হয়ে গেছে।


সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ৫৮ মিনিটের পরেই লেনদেন বন্ধ হয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১টা ৩২ মিনিটে সমস্যার সমাধান হয়নি।

এ বিষয়ে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান সংবাদ
মাধ্যমকে বলেন, টেকনিক্যাল সমস্যার কারণে লেনদেন সাময়িক বন্ধ রয়েছে।

তিনি বলেন, সমস্যা সমাধানে আমাদের আইটি টিম, নাসডাক এবং সংশ্লিষ্টরা বৈঠকে বসেছেন। সমস্যার সমাধান হলে আবার লেনদেন শুরু হবে।

এন