প্রকাশনার সময়: ০৬ ডিসেম্বর ২০২১, ১৩:১৩ পিএম
রাজধানীতে শিশু মৃত্যুর ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
Share on:
রাজধানী ঢাকার আজিমপুর এলাকায় সরকারি কলোনির পাশ দিয়ে যাওয়ার সময় দেয়ালের নিচে চাপা পড়ে জিহাদ নামে ৭ বছর বয়সী এক শিশু নিহত হয়।
রাজধানী ঢাকার আজিমপুর এলাকায় সরকারি কলোনির পাশ দিয়ে যাওয়ার সময় দেয়ালের নিচে চাপা পড়ে জিহাদ নামে ৭ বছর বয়সী এক শিশু নিহত হয়।
এ ঘটনায় ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আজ সোমবার (৬ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়।
নিহত শিশুটির বাবা নাদির হোসেনের পক্ষে অ্যাডভোকেট মনির হোসেন এ রিট দায়ের করেন।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর সকালে আজিমপুর এলাকায় সরকারি কলোনির পাশ দিয়ে যাওয়ার সময় দেয়াল চাপা পড়ে শিশু জিহাদ নিহত হয়।
শিশু জিহাদ লালবাগ শহীদ নগর এলাকার বাসিন্দা নাদির হোসেনের ছেলে। ২ ভাইয়ের মধ্যে সে ছোট।
এইচএন