tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ২৫ অক্টোবর ২০২৩, ১০:৩১ এএম

সদরঘাটে লঞ্চ চলাচল শুরু


image-245068-1698207060

ঘূর্ণিঝড়ের ‘হামুন’-এর প্রভাব কমে যাওয়ায় রাজধানীর সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে।


বুধবার (২৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ) চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা।

তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব কমে গেছে। সংকেত ৩-এ নেমে আসায় সদরঘাট থেকে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া বরিশাল থেকেও লঞ্চ ছেড়ে আসবে।

এর আগে, মঙ্গলবার বিকেলে ঘূর্ণিঝড় হামুনের কারণে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিটিএ। সেই নির্দেশনা অনুযায়ী, সদরঘাটেও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

একই সঙ্গে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পাশাপাশি এই রুটের ফেরি চলাচলও বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ঘাট থেকে স্পিডবোটসহ অন্যান্য নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন।

এনএইচ