tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ১৪ নভেম্বর ২০২১, ১১:৪৪ এএম

সুদানে নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত ৫


সুদান.jpg

আফ্রিকার দেশ সুদানে সামরিক শাসনের বিরুদ্ধে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৫ বিক্ষোভকারী নিহত হয়েছে।


আফ্রিকার দেশ সুদানে সামরিক শাসনের বিরুদ্ধে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৫ বিক্ষোভকারী নিহত হয়েছে।

গতকাল শনিবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় দেশটির রাজধানী খার্তুম ও উম্মু দুরমান শহরে এ ঘটনা ঘটে

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান আন্দোলনে শনিবারও দেশটিতে বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ।

এসময় নিরাপত্তাবাহিনী সদস্যদের গুলেতে ৪ বিক্ষোভকারী মারা যান এবং কাঁদানে গ্যাস ছুড়লে ক্যানিস্টারের আঘাতে আরও ১ জনের মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দি করে ক্ষমতা দখল করেন জেনারেল ফাত্তাহ আল-বুরহান।

প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দি ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেফতারের পাশাপাশি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি। সূত্র: আজ জাজিরা

এইচএন