হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহতে জামায়াতের শোক
Share on:
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৩১ জুলাই) তিনি এক শোকবাণী প্রদান করেন।
ডা.শফিকুর রহমান শোকবাণীতে বলেন, ‘৩১ জুলাই (বুধবার) গভীর রাতে ইরানের রাজধানী তেহরানে আকাশপথে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া (৬২) এক গুপ্ত হত্যার শিকার হয়েছেন।
তিনি ইরানি প্রেসিডেন্ট মাসুদ তেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে অবস্থান করছিলেন। হানিয়া যে বাসভবনে ছিলেন সেখানে তিনি এই গুপ্ত হামলার শিকার হন। এতে তিনি ও তার এক দেহরক্ষী নিহত হন। হামাস এই ঘটনার জন্য দখলদার ইসরাইলকে দায়ী করেছে।’
জামায়াতের আমির বলেন, ‘গত এপ্রিল মাসে ইসরাইলি বিমান হামলায় তার তিন ছেলে ও চার নাতি-নাতনি এবং গত জুন মাসে তার এক বোন নিহত হয়েছেন। আমি তাদের সকলের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।’
শোকবাণীতে তিনি আরো বলেন, ‘আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তাকে শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। আল্লাহ তায়ালা তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন এবং তার শোকাহত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের এ শোক সহ্য করার তাওফিক দান করেন, আমিন।’
প্রেস বিজ্ঞপ্তি