সাফ চ্যাম্পিয়নশিপ: লেবাননকে হারিয়ে ফাইনালে ভারত
Share on:
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। লেবাননকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে ১৩তম বারের মতো ফাইনালে নাম লেখায় ব্লু টাইগাররা।
শনিবার (১ জুলাই) রাতে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এদিন নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোল পায়নি কোনো দলই। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ভাঙেনি অচলবস্থা। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায়। ভারত সেই পরীক্ষায় অবশ্য দারুণভাবে উতরে যায়।
ভারতের নাম্বার ওয়ান গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকে কৃতিত্ব দিতে হবে। তিনি লেবাননের হাসান মাতুকের নেওয়া প্রথম শটটিই রুখে দেন দারুণ দক্ষতায়।
এরপর লেবাননের শৌর ওয়ালিদ ও মোহাম্মদ ওমর সাদেক গোল করলেও খলিল বদর চতুর্থ শটটি বারের উপর দিয়ে মেরে বসেন এবং ভারতের জয় নিশ্চিত হয়।
টাইব্রেকারে ভারতের সুনীল ছেত্রী, আনোয়ার আলী, মাহেশ সিং ও উদান্ত সিং পর পর চার শট জালে জড়িয়ে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন। ফাইনাল নিশ্চিত করেন।
মঙ্গলবার (৪ জুলাই) রাতে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও কুয়েত।
প্রথম সেমিফাইনালে কুয়েতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে অতিরিক্ত সময়ে (১০৫+২) গোল হজম করে ১-০ ব্যবধানে হার মানে বাংলাদেশ।
এবারই প্রথম সাফ চ্যাম্পিয়নশিপে আমন্ত্রিত দল হিসেবে লেবানন ও কুয়েত অংশগ্রহণ করে। প্রথমবার অংশ নিয়েই কুয়েত ফাইনালে উঠলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসা সেমিফাইনাল থেকেই লেবাননকে বিদায় নিতে হলো।
এন