গাজীপুরে পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে চলছে উৎপাদন, বন্ধ ৮টি
Share on:
গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশে চলছে বেশিরভাগ তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম।
শনিবার (৫ অক্টোবর) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে দলে দলে শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগদান করেছেন। কারখানা নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল ছুটির দিনেও ৩০ ভাগ কারখানা খোলা রাখেন মালিকরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিল্প এলাকা গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় কারখানাগুলোতে চলছে উৎপাদন কার্যক্রম। সকাল ৮টার আগেই শ্রমিকরা দলে দলে কাজে যোগ দেন। আইনশৃঙ্খলা রক্ষায় শিল্প এলাকায় কাজ করছে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া কারখানার নিজস্ব নিরাপত্তাকর্মীরা মূল ফটকে অবস্থান নিয়ে কাজ করছেন। শ্রমিকরা তাদের নিজেদের আইডি কার্ড প্রদর্শন করে কারখানায় প্রবেশ করছেন। এখনো কোনো অপ্রীতিকর ঘটনা বা শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।
এছাড়া গতকাল সাপ্তাহিক ছুটির দিনেও ৩০ ভাগ কারখানা খোলা রেখেছেন মালিকরা।
বকেয়া বেতন পরিশোধ, বেতন ভাতা বৃদ্ধিসহ নানা দাবিতে বেশ কিছুদিন ধরে শ্রমিক আন্দোলনের কারণে বিভিন্ন কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে। এ কারণে ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিলেও কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেয় মালিকরা।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, শ্রমিকদের লাগাতার আন্দোলন, ভাঙচুর, অগ্নিসংযোগ, মহাসড়ক অবরোধের মতো নানা কর্মসূচির কারণে পোশাক শিল্প বড় ক্ষতির মুখোমুখি হয়েছে। বর্তমানে পোশাক শিল্পে স্বাভাবিকতা ফিরে আসছে। গতকাল ৩০ শতাংশ কারখানা খোলা ছিল।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান বলেন, গাজীপুরে দুই হাজারের বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানার মধ্যে শনিবার ৮টি কারখানা বিভিন্ন কারণে বন্ধ রেখেছেন মালিকপক্ষ। তবে অন্য সব কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকরা। কোনো অপ্রীতিকর ঘটনা বা শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।
এনএইচ