রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
Share on:
রাজধানীতে বিদ্যুতের কাজ করার সময় স্পৃষ্ট হয়ে দুইজন মারা গেছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
সোমবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বাড্ডার বেরাইদের ১০০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে। আহত পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক জুয়েল ফকির (৩০) ও শহিদুল ইসলামকে (৩৫) মৃত ঘোষণা করেন। আহতরা হলেন শাকিল (৩০), ইলিয়াস (৩১) ও রেজাউল (৩২)।
বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বাড্ডা থানার বেরাইদ একশ ফিট এলাকায় বিদ্যুতের পিলারে কাজ করার সময় ১১ হাজার ভোল্টের তারে জড়িয়ে দুইজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা চলছে।
অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটি হাসপাতাল মর্গের রাখা হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত তিনজনের চিকিৎসা চলছে।
এন