‘ধৈর্যের বাঁধ ভাঙবেন না’
Share on:
ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর বাবর আজমকে সব ফরম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। শাহিন শাহ আফ্রিদিকে দেওয়া হয় সাদা বলের নেতৃত্বভার। পাকিস্তানের বাঁহাতি এই পেসারকে নিয়ে নাটক যেন থামছেই না।
দায়িত্ব পাওয়ার পর কেবল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছেন তিনি। টি-২০ বিশ্বকাপ সামনে রেখে শাহিনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় আবার নেতৃত্বে ফেরানো হয়েছে বাবর আজমকে।
নাটকের শুরু এখান থেকেই। পিসিবি শাহিনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি তার নামে ভুয়া বিবৃতি প্রকাশ করেছে। যেখানে শাহিনের বরাতে বলা হয়েছে- অধিনায়ক বাবর আজমকে সর্বাত্মক সহায়তা করব।
শাহিন পরে দাবি করেছেন নেতৃত্বের বিষয়ে তার সঙ্গে বোর্ডের কোনো কথাই হয়নি। এরপর বোর্ড শাহিনের সঙ্গে বসার ঘোষণা দেয়। এর মধ্যেই নতুন খবর টি-২০ বিশ্বকাপের আগে আসন্ন
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে দলেই রাখা হবে না শাহিনকে। এমনকি পেসার মোহাম্মদ আমির অবসর ভেঙে দলে ফেরায় টি-২০ বিশ্বকাপের দল থেকেও বাদ দেওয়া হতে পারে শাহিনকে।
সব কিছু মিলিয়ে বিরক্ত শাহিন আফ্রিদি ক্ষোভে হুঙ্কার ছেড়েছেন। তার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে বিষয়টি ভালো হবে না বলে ইনস্টায় এক পোস্ট করেছেন তিনি, আমাকে এমন কোনো জায়গায় দাঁড় করাবেন না, যেন আমার নিষ্ঠুর ও বেপরোয়া চেহারা দেখাতে হয়। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না, কারণ আপনি হয়তো আমার সবচেয়ে দয়ালু ও কোমল রূপই দেখেছেন। কিন্তু আমি ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেলে কী কী করতে পারি কেউ ভাবতেই পারছে না।
এনএইচ