tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ২২ অক্টোবর ২০২৪, ১১:৫০ এএম

লক্ষ্মীপুরে মেঘনায় ইলিশ শিকারে নেমে কারাগারে ৭ জেলে


laxmipur-20241022114005

লক্ষ্মীপুরের রায়পুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকারে গিয়ে ৭ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


এর মধ্যে ৬ জনকে ১২ দিনের ও একজনকে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অভিযানের সময় জব্দকৃত ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জহিরুল ইসলাম, সোহাগ হোসেন, রাসেল শিকদার, তারেক হোসেন, জয়নাল আবেদিন, মো. শাকিল হোসেন ও আবদুল বারেক। এর মধ্যে জহিরের বাড়ি বরিশাল ও অন্যরা রায়পুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

উপজেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রায়পুর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬০ হাজার মিটার জাল ও একটি মাছ শিকারি নৌকা জব্দ করা হয়।

জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, দণ্ডপ্রাপ্ত ৭ জেলেকে মঙ্গলবার সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, মাছ শিকারের সময় ৭ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। নদীতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।নিষেধাজ্ঞাকালীন মাছ শিকারে নদীতে নামলে আটক ব্যক্তির সর্বোচ্চ দুই বছরের জেল, পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে।

এনএইচ