tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১৭ জানুয়ারী ২০২২, ০৯:২৬ এএম

নাসিক নির্বাচন: ৬৭ হাজার ভোটে জিতলেন আইভী


আইভি.jpg

নাসিক নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট। অপরদিকে, তৈমুর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৬৬ ভোট। তাদের ব্যবধান ৬৬ হাজার ৯৩১ ভোট।


নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ( নাসিক) নির্বাচনে চূড়ান্ত ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে প্রায় ৬৭ হাজার ভোটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

গতকাল রোববার (১৬ জানুয়ারি) মধ্যরাতে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হয়।

সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট। অপরদিকে, তৈমুর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৬৬ ভোট। তাদের ব্যবধান ৬৬ হাজার ৯৩১ ভোট।

এছাড়া খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুন পেয়েছেন ১০ হাজার ৭২৪ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী মাছুম বিল্লাহ পেয়েছেন ২৩ হাজার ৯৮৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৩০৫ ভোট, খেলাফত আন্দোলনের প্রার্থী জসীম উদ্দিন পেয়েছেন ১ হাজার ৩০৯ ভোট, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস পেয়েছেন ১ হাজার ৯২৭ ভোট।

জানা যায়, এবার ভোট প্রয়োগের হার ৫৬ দশমিক ২৫ শতাংশ। এর আগে রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এইচএন