tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ১৪ নভেম্বর ২০২১, ১৫:১০ পিএম

নারীর চরিত্র নিয়ে প্রশ্ন, ধারা বাতিল চেয়ে হাইকোর্টে রিট


হাইকোর্ট.jpg

ধর্ষণের শিকার নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা সাক্ষ্য আইনের দুটি ধারা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।


ধর্ষণের শিকার নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা সাক্ষ্য আইনের দুটি ধারা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

আজ রোববার (১৪ নভেম্বর) ৩ টি সংগঠনের পক্ষে এ রিট করেন আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন।

সংগঠন ৩ টি হলো-

১) বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট,

২) আইন ও সালিশ কেন্দ্র ও

৩) নারীপক্ষ

সারা হোসেন বলেন, আমরা সাক্ষ্য আইনের ১৫৫(৪) ও ১৪৬(৩) দুটি ধারা বাতিল চেয়ে রিট দায়ের করেছি।

রিটে এ ধারা দুটির বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। আগামী সপ্তাহে শুনানি হতে পারে।

তিনি বলেন, এ ধারাগুলোতে বলা আছে একজন নারী যদি যৌন অপরাধের অভিযোগকারী হয় তাহলে আদালতে তার চরিত্র এবং ইতিহাস নিয়ে তাকে প্রশ্ন করা যায় ও জেরা করা যায়।

অনেক দিন ধরে এগুলো বাতিলে আন্দোলন হয়েছে।

এইচএন