tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
শিক্ষা প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২৪, ২২:০৫ পিএম

দুই হাত নেই, পা দিয়ে লিখে আলিম পাস করলেন রাসেল


image_130521_1729004594
নাটোরের সিংড়ায় এক পা দিয়ে লিখে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে রাসেল মৃধা। ছবি : সংগৃহীত

নাটোরের সিংড়ায় এক পা দিয়ে লিখে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অদম্য প্রতিবন্ধী রাসেল মৃধা। তিনি সিংড়ার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে জিপিএ-৩ দশমিক ২৯ পেয়ে উত্তীর্ণ হন। এর আগে সে দাখিল পরীক্ষায় ৩ দশমিক ৮৮ পেয়ে উত্তীর্ণ হয়েছিল।


মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রাসেল মৃধা সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে।

রাসেল মৃধা বলেন, আলিম পাস করায় আমি খুব আনন্দিত। আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করতে চাই। বিশেষ করে আমি শারীরিক প্রতিবন্ধকতা জয় করে পরিবারের হাল ধরতে চাই। সরকারের কাছে একটাই দাবি, লেখাপড়া শেষে আামকে একটি সরকারি চাকরি দিয়ে যেন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।

রাসেল মৃধার বাবা কৃষক আব্দুর রহিম মৃধা বলেন, লেখাপড়ার প্রতি ছেলের আগ্রহ দেখে দিনমজুরি করে পড়াশোনা করাচ্ছি। ছেলে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। তার ফলাফলে আমরা খুবই আনন্দিত।

শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন বলেন, রাসেল মৃধা এবছর আমার প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। শত অভাব-অনটনের মাঝেও রাসেলের পড়াশোনার প্রতি আলাদা স্পৃহা দেখে তার বাবা-মা হাল ছাড়েননি। রাসেল এর আগে জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা ও দাখিল পরিক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন।

এনএইচ