আদর্শ সমাজ গঠনে রুকনদের ভূমিকা পালন করতে হবে : আবদুল হালিম
Share on:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, আদর্শ সমাজ গঠনে রুকনদের ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার ( ২১ জুন ) রাঙামাটি পার্বত্য জেলা জামায়াত আয়োজিত জেলা আমীর মাওলানা আবদুল আলীম এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শপথের জনশক্তি হিসেবে রুকনগণকে সংগঠনের অর্পিত দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা রাখতে হবে। দায়িত্ব পালনের জন্য যোগ্যতার বিকাশ ঘটানো অপরিহার্য। নিয়মিত কুরআন-হাদীস ও ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে ইলমি যোগ্যতা বৃদ্ধি করতে হবে। রুকনদের বার্ষিক পাঠসূচি অনুসরণে যত্নশীল হতে হবে। মৌলিক ইবাদত বিশেষ করে সালাত আদায়ে একনিষ্ঠ হতে হবে। আমল-আখলাক ও মোয়ামেলাতের ক্ষেত্রে পরিচ্ছন্ন হতে হবে। আদর্শ পরিবার গঠনে বিশেষভাবে নজর দিতে হবে। স্বাভাবিক ও অনাড়ম্বর জীবন গঠনে অভ্যস্ত হতে হবে। সংগঠনের আনুগত্য ও সিদ্ধান্ত বাস্তবায়নে রুকনগণকে মডেল হতে হবে।
তিনি আরও বলেন, “রুকনদের সুন্দর আচরণের অধিকারী হতে হবে। আমাদের ব্যবহার হতে হবে ভ্রাতৃত্বপূর্ণ। আর্থিক লেনদেনে স্বচ্ছতা থাকতে হবে। মানুষের আস্থাভাজন হতে হবে। বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য জনাব জাফর সাদেক।
প্রেস বিজ্ঞপ্তি//এমএইচ