ইউরো ফাইনালে স্পেন-ইংল্যান্ড, পরিসংখ্যানে কে এগিয়ে?
Share on:
ইউরো কাপের জমকালো ফাইনালে আগামীকাল জার্মানির বার্লিনের অলিম্পিয়াপার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন বনাম ইংল্যান্ড।
অলিম্পিয়া পার্ক স্টেডিয়ামটি জার্মানির বৃহত্তম স্টেডিয়াম। এর ধারণক্ষমতা ৭৪,৪৭৫।
২০১২ সালের পর ফের ইউরো চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি স্পেনের সামনে। চলতি ইউরো কাপে পারফরম্যান্সের বিচারে অপ্রতিরোধ্য স্পেন। তারা ফেবারিট হিসেবেই খেলতে নামবে।
তাছাড়া স্পেনের কাছে এটি পঞ্চম ইউরো ফাইনাল। এর আগে চারবার ফাইনালে খেলে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে।
তবে পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। গ্যারেথ সাইথগেটের ইংল্যান্ড টানা দুইবার ইউরো ফাইনাল খেলবে। ২০২০ সালের ফাইনালে ইতালির বিপক্ষে হেরে যায় ইংল্যান্ড।
এখনও পর্যন্ত স্পেন-ইংল্যান্ড দুই দেশ ২৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে। ইংল্যান্ড জিতেছে ১৪টিতে, হেরেছে ১০টিতে, তিনটি ম্যাচ ড্র হয়েছে।
গত ছয় বছরে এই প্রথম স্পেন-ইংল্যান্ড দ্বৈরথ হতে চলেছে। দুই দেশের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৮ সালের ১৫ অক্টোবর। সেবার নেশনস লিগের লিগ পর্বে ৩-২ গোলের ব্যবধানে জয় পায় ইংল্যান্ড।
এসএম