tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ২৯ নভেম্বর ২০২১, ১৩:৫৭ পিএম

জি কে শামীমের মাকে আত্মসমর্পণের নির্দেশ, আয়েশা আক্তার হাইকোর্টে


হাইকোর্ট.jpg

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় ঠিকাদার জি কে শামীমের মা আয়েশা আকতারকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় ঠিকাদার জি কে শামীমের মা আয়েশা আকতারকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার (২৯ নভেম্বর) ৮ সপ্তাহের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

G_K_Shamim.jpg

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, আয়েশা আকতার হাসপাতাল থেকে আগাম জামিনের জন্য অ্যাম্বুলেন্সে করে হাইকোর্টে এসেছেন।

আদালত আগাম জামিন না দিয়ে ৮ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন মামলা দায়ের করেন।

চলতি বছরের শুরুর দিকে দুই জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়।

.GK-1-1.jpg

একই বছরের ২০ সেপ্টেম্বর গুলশানে নিজ কার্যালয়ে সাত দেহরক্ষীসহ গ্রেপ্তার হন জি কে শামীম। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থপাচার আইনে ৩টি মামলা করা হয়।

এইচএন