tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৬ অগাস্ট ২০২৪, ১৯:১১ পিএম

আনসার সদস্যদের ছাড়াই চলছে চট্টগ্রাম বিমানবন্দর


ctg-airport-20240826185607

চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন আনসার সদস্যরা। এ কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার সদস্যরা কর্মস্থলে আসছেন না। যদিও এর প্রভাব পড়েনি বিমানবন্দরের কার্যক্রমে। বন্দরের নিজস্ব লোকরাই অতিরিক্ত দায়িত্ব পালন করে কার্যক্রম স্বাভাবিক রেখেছেন।


চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, গত ২২ আগস্ট থেকে আন্দোলনের রয়েছেন আনসার সদস্যরা। এরপর থেকে তারা আর কর্মস্থলে আসেননি। এমতাবস্থায় বিমানবন্দরের নিজস্ব নিরাপত্তা শাখার কমকর্তা-কর্মচারীদের (এভসেক) রিশিডিউলিংয়ের মাধ্যমে এবং কোনো কোনো ক্ষেত্রে ডাবল শিফটের মাধ্যমে অতিরিক্ত দায়িত্ব পালন করানোর মাধ্যমে অপারেশন কার্যক্রম সচল রাখা হয়েছে।

তিনি আরও জানান, ল্যান্ডসাইড, এপ্রোন এরিয়া ও প্যারিমিটার এলাকায় নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের। তাদের সঙ্গে রয়েছেন ৭৫ জন ব্যাটালিয়ন আনসার সদস্য এবং আর্মড পুলিশের সদস্যরা।

এনএইচ