tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৩ অগাস্ট ২০২৪, ১৩:৫৪ পিএম

সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনকারীরা


10_20240803_130419317

‘সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা’ দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল শুরু করেছেন আন্দোলনকারীরা।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ শনিবার (০৩ আগস্ট) দুপুর ১২টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীদের মধ্যে একজন ঘোষণা দেন, আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি। আমরা বিশ্বাস করি, পুলিশ আমাদের ওপর আক্রমণ করবে না।

‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’ ইত্যাদি নানা স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

সায়েন্স ল্যাব মোড়ে সকাল থেকে অনেক পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা গেছে।

এনএইচ