tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০১ অক্টোবর ২০২৪, ১২:৩২ পিএম

৩ রান করতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ


388283_20241001_114808946 (1)

কানপুর টেস্টের চতুর্থ দিনে গতকাল ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৮৫ রান করে ভারত।


৫২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে দিনের শেষে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২৬ রান করে বাংলাদেশ। ২৬ রানে পিছিয়ে থেকে আজ পঞ্চম দিনে ব্যাট করতে নেমে দিনের শুরুতেই এক উইকেট হারিয়েছে টাইগাররা। রবিচন্দ্রন অশ্বিনের বলে সাজঘরে ফিরেন মমিনুল হক। এরপর ওপেনার সাদমান ইসলামকে নিয়ে দলের হাল ধরেছিলেন অধিনায়ক নাজমুল শান্ত।

মমিনুলকে নিয়ে আজ শেষদিনের ব্যাটিংয়ে নামেন সাদমান। দিনের প্রথম দুই ওভারে অশ্বিন এবং বুমরার বলে দুইটি বাউন্ডারি আদায় করে নিয়েছিলেন এই টাইগার ওপেনার। তবে তৃতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ।

অশ্বিনের করা দিনের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরতে হয় মমিনুলকে। ভারতীয় এই স্পিনারের করা ওভারের তৃতীয় বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন মমিনুল। আগের ইনিংসে শতরান করা এই ব্যাটার দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন ২ রানে।

এদিকে মমিনুল ফেরার পর ক্রিজে সাদমানের সঙ্গী হন অধিনায়ক শান্ত। দুজন মিলে ভারতীয় বোলারদের ভালোভাবেই সামলাচ্ছিলেন। এ দুজন মিলে জুটি গড়ে স্কোরবোর্ডে তুলেন ৫০ রান। তবে শান্ত নিজের ইনিংস বড় করতে পারেননি। রবীন্দ্র জাদেজার বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হন তিনি।

শান্ত ফেরার পর আর মাত্র ৩ রান করতেই আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৯১ রানে অধিনায়ক শান্ত আউট হওয়ার পরের ওভারেই আউট হন সাদমান। নিজের ব্যক্তিগত অর্ধশতক পূরণ করার পরই আকাশ দীপের বলে জয়সোয়ালের মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরেন তিনি। এরপরের ওভারেই লিটন দাসকে নিজের শিকারে পরিণত করেন জাদেজা, দলীয় রান তখন ৯৪।

লিটন ১ রান করে ফেরার পর ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী ছিলেন সাকিব আল হাসান। তবে সাকিবও দলের হাল ধরতে পারেননি। এক ওভার পরেই জাদেজার বলে ক্যাচ তুলে দিয়ে ২ বল খেলে ০ রানে আউট হন সাকিব।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১০৪ রান। বাংলাদেশ এগিয়ে আছে ৫১ রানে।

এনএইচ