tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০১ মে ২০২২, ১১:২৬ এএম

ডনবাসকে ধ্বংস করতে চায় রাশিয়া : প্রেসিডেন্ট জেলেনস্কি


জেলনস্কি

চলমান রুশ আগ্রাসন নিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের সমস্ত জীবন ধ্বংসের জন্য রাশিয়া সবকিছু করছে।


শনিবার (৩০ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জেলেনস্কি রাতের ভাষণে অবকাঠামো এবং আবাসিক এলাকায় ক্রমাগত হামলার জন্য রাশিয়াকে অভিযুক্ত করে বলেন, এর মাধ্যমে মস্কো এই অঞ্চলকে জনবসতিহীন করতে চায়।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সফরের সময় ইউক্রেনের রাজধানী কিয়েভ রকেট বিস্ফোরণের ঘটনা নিয়েও কথা বলেছেন জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, 'দুর্ভাগ্যবশত, রাশিয়া দ্বারা জাতিসংঘের নির্মম অবমাননাকে একটি শক্তিশালী জবাব দেওয়া ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে।'

পোলিশ মিডিয়াকে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার মানুষ হত্যার কারণে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৬৬ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

এইচএন