tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২৪, ১২:২০ পিএম

আইপিএলের মেগা নিলাম আজ, বাংলাদেশের কার ভাগ্য খুলছে


্বসনবপ

তিন বছর পর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ।


দুই দিন ব্যাপী এই মেগা নিলামে ৫৭৭ জন ক্রিকেটার আছেন বিক্রির অপেক্ষায়। যার মধ্যে থেকে ১০ ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবেন। সর্বোচ্চ খরচ করতে পারবেন ৬৪১.৫ কোটি রুপি।

তবে এই নিলামে বাংলাদেশি সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ১২ ক্রিকেটার। আসন্ন আইপিএলে খেলতে নিলামে নাম দিয়েছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানসহ একঝাঁক ক্রিকেটার। দল পাওয়ার অপেক্ষায় এই ক্রিকেটাররা। কার ভাগ্য খুলছে আজ। বাংলাদেশি কোন ক্রিকেটারের স্বপ্ন পূরণ হচ্ছে। পূর্বে আইপিএল খেলার অভিজ্ঞতা সম্পন্ন সাকিব-মুস্তাফিজ ও লিটন কে কি দেখা যাবে আসছে মৌসুমেও? এসব নিয়ে সমর্থকদের কৌতূহলের শেষ নেই।

২০১৬ সালে আইপিএল অভিষেকের পর ৫বার আইপিএলে খেলেছেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও সবশেষ চেন্নাই সুপার কিংসের হয়ে দেখা গেছে মুস্তাফিজকে। এবারও কি দল পালটাবেন মুস্তাফিজ।

নাকি সবশেষ মৌসুমে চেন্নাইয়ে দারুণ সাফল্য পাওয়ায় তাকে নিজেদের করে রাখবে ফ্র্যাঞ্চাইজটি। সেটি হওয়ার সম্ভাবনা আছে। কেননা, গত আসরে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।

মুস্তাফিজের মতো চোখ থাকবে লেগ স্পিনার রিশাদ হোসেনের দিকেও। সবশেষ বিশ্বকাপে দারুণ বোলিংয়ে নজর কেড়েছেন এই লেগি। শিকার করেছিলেন ১৪ উইকেট। বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাও ভালোই জানা আছে রিশাদের। যা তাকে দল পেতে সাহায্য করতে পারে। এছাড়াও লিটন, মেহেদি, তানজিম সাকিবরা থাকবেন দল পাওয়ার অপেক্ষায়।

বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল ভিত্তিমূল্য

২ কোটি রুপি: মুস্তাফিজুর রহমান। 

১ কোটি রুপি: সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ।  

৭৫ লাখ রুপি: রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা।

এসএম