tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৫ অক্টোবর ২০২২, ১৮:৩৪ পিএম

শায়েখ আব্দুর রউফ বিন সুলাইমানের মৃত্যুতে জামায়াতের শোক


shok-songbad

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বহু গ্রন্থ প্রণেতা, গোলাপগঞ্জ উপজেলার বহর গ্রামের বাসিন্দা, আরব আমিরাতের রাফা জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব শায়েখ আব্দুর রউফ বিন সুলাইমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।


এক শোকবাণীতে মহানগরী আমীর বলেন, শায়েখ আব্দুর রউফ বিন সোলাইমান ছিলেন দ্বীনের একজন নিবেদিতপ্রাণ দাঈ। তার মৃত্যৃতে আমরা একজন প্রখ্যাতে আলেমে দ্বীন, নায়েবে রাসূল (সা.) ও বজুর্গকে হারালাম।

তিনি শুধু দেশে নয় বরং দেশের বাইরেও অবিরামভাবে দ্বীনি খেদমত করে গেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত দ্বীনে হক্বের প্রচার ও প্রসারে নিয়োজিত ছিলেন।

মরহুমের ক্ষুরধার লেখনী মানুষকে দ্বীনের চলতে উদ্দীপ্ত করেছে। তার মৃত্যুতে দ্বীনী অঙ্গনে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা সহজেই পূরণীয় নয়।

মহানগরী আমীর মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাঁকে জান্নাতুল ফিরদাউস দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরকারে দোয়া করেন।

তিনি তার শোকাবহ পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য্য ধারণের তাওফিক কামনা করেন।

এন