tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
স্বাস্থ্য প্রকাশনার সময়: ০৪ মার্চ ২০২২, ১৮:৫৭ পিএম

২৪ ঘন্টায় করোনায় ৬ মৃত্যু


করোনা

করোনাভাইরাস সংক্রমণে ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু হয়েছে। অপরদিকে নতুন করে শনাক্ত হয়েছে আরও ছয়শত চারজন।


শুক্রবার (৪ মার্চ) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই নিয়ে করোনাভাইরাস সংক্রমণে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৬৪ জন। অপরদিকে ভাইরাস সংক্রমণে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৬ হাজার তিনশত ৬৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ১৮ হাজার আটশত ৯০টি। শনাক্তের হার ৩.২০ ভাগ।

আরও জানানো হয়, সংক্রমণ থেকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন মোট চার হাজার চারশত তিনজন। ভাইরাস সংক্রমণ থেকে এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৩৫ হাজার নয়শত ৮০ জন।

২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুইজন চট্টগ্রাম বিভাগের ও একজন সিলেট বিভাগের বাসিন্দা।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

এমআই